বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

রোগীদের অক্সিজেন চাহিদা মেটাতে পারছে না রামেক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রোগীদের অক্সিজেন চাহিদা মেটাতে পারছে না রামেক হাসপাতাল

করোনা পরিস্থিতিতে শ্বাসকষ্টে ভোগা রোগীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মেডিকেল গ্যাস বা অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিদ্যমান লিকুইড অক্সিজেন ট্যাংক দিয়ে রোগীদের চিকিৎসাসেবা পুরোপুরি নিশ্চিত করা যাচ্ছে না। তাই হাসপাতালে জরুরি ভিত্তিতে আরও একটি অক্সিজেন ট্যাংক স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে স্বাস্থ্য বিভাগ বরাবর চিঠি পাঠিয়েছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, করোনা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবে তারা আরও একটি ট্যাংক স্থাপনের কথা ভাবছেন। হাসপাতাল সূত্রে জানা যায়, রামেক হাসপাতালের অপারেশন থিয়েটারের কাছে ১০ হাজার লিটারের একটি লিকুইড অক্সিজেন ট্যাংক আছে। এই ট্যাংক থেকে বিভিন্ন ওয়ার্ডে সংযোগ লাইনের মাধ্যমে ১ হাজার ২৫০ বেডের এই হাসপাতালের রোগীদের অক্সিজেন সেবা দেওয়া হচ্ছে। তবে করোনা পরিস্থিতির মধ্যে এপ্রিলের পর থেকে রাজশাহীতেও করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটির ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীদের রেখে চিকিৎসা শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। বিদ্যমান পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি রোগীদের অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই ১০ হাজার লিটারের একটি ট্যাংক দিয়ে কাক্সিক্ষত চিকিৎসাসেবা নিশ্চিত করা যাচ্ছে না বলে মনে করছে রামেক হাসপাতাল কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে আরও একটি লিকুইড অক্সিজেন ট্যাংক বসাতে স্বাস্থ্য বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি এমপি ও হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, ‘আমাদের হাসপাতালে এক হাজার লিটারের যে অক্সিজেন ট্যাংকটি আছে তা দিয়ে সাধারণ সময়ে অন্তত দুই হাজার বেডের হাসপাতাল চালানো সম্ভব। বর্তমান পরিস্থিতিতে এক দিন পরপর ট্যাংকটিতে অক্সিজেন লোড করা হচ্ছে। হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা বলেন, অক্সিজেনের আরেকটি ট্যাংক বসাতে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে তিনি কথা বলবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর