বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

কিন্ডারগার্টেন শিক্ষকদের ১০ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের কারণে কিন্ডারগার্টেন স্কুলগুলোর অবস্থাও শোচনীয়। চলমান পরিস্থিতিতে কিন্ডারগার্টেন স্কুলগুলোকে প্রণোদনা দেওয়াসহ ১০ দাবি জানিয়েছেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের নেতারা। গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ও কর্মচারীরা। শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে- স্কুলগুলোকে সহজ শর্তে ঋণ দেওয়া, সংকটে পড়া স্কুলশিক্ষকদের বিশেষ অনুদান দেওয়া, কর্মহীন হয়ে পড়া  স্কুল শিক্ষক পরিবারকে বাঁচাতে প্রধানমন্ত্রীর সহায়তা, শিক্ষকদের অর্থকষ্ট লাঘবে সরকারি প্রণোদনা, স্কুলের নিবন্ধন প্রক্রিয়া সহজ করা ইত্যাদি। বক্তব্যে শিক্ষকরা বলেন, কেউ চাকরি হারিয়ে হকার বা সবজি বিক্রি করে জীবনযাপন করছেন। কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের কো-চেয়ারম্যান আবদুল বাকীর সভাপতিত্বে কর্মসূচিতে  ডা. আবদুল মাজেদ, মাহমুদুল হক চৌধুরী, ফারুক হোসেন, হামিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর