বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

এডিসের লার্ভা পাওয়ায় ৩ লাখ ৫১ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিরুনি অভিযানে ১০০টি বাড়ি ও স্থাপনায় এডিসের লার্ভা পাওয়া গেছে। গতকাল এই অভিযানে ২৪টি মামলায় ৩ লাখ ৫১ হাজার ৭০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  ডিএনসিসি সূত্রে জানা যায়, চিরুনি অভিযানের পঞ্চম দিনে ১৩ হাজার ১১৯টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১০০টিতে এডিস মশার লার্ভা পাওয়া যায়। এ ছাড়া ৭ হাজার ৮৮০টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যায়। চিরুনি অভিযানে পাঁচ দিনে মোট ৬৬ হাজার ৩০৫টি বাড়ি, স্থাপনা, নির্মাণাধীন ভবন ইত্যাদি পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৪৬৭টিতে এডিসের লার্ভা এবং ৪০ হাজার ৩৯৪টিতে এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এ পর্যন্ত ৯৪টি মামলায় ১১ লাখ ৫৩ হাজার ১০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। উত্তরা অঞ্চলে (অঞ্চল-১) ৮০৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১১টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ৩টি মামলায় মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৬৮৫টি স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া যায়। মিরপুর অঞ্চলে (অঞ্চল-২) ২ হাজার ৭১৭টি স্থাপনা পরিদর্শন করে ১৪টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ৩৭৬টি স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি মামলায় মোট ১ লাখ ৫০ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। মহাখালী অঞ্চলে (অঞ্চল-৩) ১ হাজার ৬৪৪টি স্থাপনা পরিদর্শন করে ৩৭টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। ১ হাজার ৯০টি স্থাপনায় এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এডিসের লার্ভা পাওয়ায় ৭টি মামলায় ১ লাখ ৪২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মিরপুর-১০ অঞ্চলে চারটিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে।

এ ছাড়া ৭৬৮টি বাড়ি এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেছে। এডিসের লার্ভা পাওয়ায় ২টি মামলায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কারওয়ান বাজার অঞ্চলে (অঞ্চল-৫) ২ হাজার ১৮টি বাড়ি পরিদর্শন করে ১০টিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ ছাড়া ১ হাজার ৫৯৩টি বাড়িতে এডিস মশার প্রজনন উপযোগী পরিবেশ পাওয়া গেছে। ডিএনসিসির আওতাধীন সব অঞ্চলে একযোগে চিরুনি অভিযান চালানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর