বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

ইংলিশ মিডিয়ামের ফি কমানোসহ ছয় দাবি অভিভাবকদের

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফি ৫০ শতাংশ কমানোসহ ছয় দফা দাবি জানিয়েছেন অভিভাবকরা। বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। ফোরামের আহ্বায়ক একেএম আশরাফুল হকের সভাপতিত্বে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  দাবির মধ্যে রয়েছে- ৫০ শতাংশ ফি কমিয়ে অন্যান্য ফি না নেওয়া, ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষা কার্যক্রম পরিচালনার স্বার্থে একটি স্বায়ত্তশাসিত নিয়ন্ত্রক সংস্থা গঠন করা, স্কুলগুলোর জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটি নীতিমালা প্রণয়ন, কমপক্ষে দুজন নির্বাচিত অভিভাবক নিয়ে স্কুলের পরিচালনা পর্ষদ গঠন করা, স্কুলের ভর্তি ফি, টিউশন ফিসহ অন্যান্য আনুষঙ্গিক ফি যৌক্তিক নির্ধারণ, টিউশন ফি বকেয়া থাকা শিক্ষার্থীদের বহিষ্কার না করে অনলাইন পাঠদান অব্যাহত রাখা।

করোনার সময়ে ৫০ শতাংশ টিউশন ফি দীর্ঘমেয়াদি কিস্তিতে দেওয়ার সুযোগ নিশ্চিতের দাবিও জানায় ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর