শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

চিকিৎসার জন্য ভারত যেতে পারেনি রংপুরের ২০ সহস্রাধিক রোগী

করোনা সংক্রমণের চার মাস

নজরুল মৃধা, রংপুর

চিকিৎসার জন্য ভারত যেতে পারেনি রংপুরের ২০ সহস্রাধিক রোগী

রংপুর নগরীর মাহিগঞ্জে ভারতীয় ভিসা সেন্টার। এই ভিসা সেন্টার থেকে প্রতিদিন আড়াইশর ওপর ভিসা দেওয়া হতো। এর অর্ধেকই ছিল চিকিৎসা ভিসা।  করোনা দুর্যোগে ভারত সরকার ভিসা প্রদান বন্ধ করে দেওয়ার ফলে গত ৪ মাসে এই অঞ্চল থেকে কমপক্ষে ২০ সহস্রাধিক রোগী চিকিৎসার জন্য ভারত যেতে পারেনি। এসব রোগী দেশেও ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না। মাহিগঞ্জ এলাকার বাবলু নাগের হার্টের সমস্যা। তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন একধিকবার। ডাক্তার রেফার্ড করেছিলেন ঢাকায়। তিনি ঢাকা না গিয়ে কলকাতায় চিকিৎসা করান। পুনরায় ভারত যাওয়া প্রয়োজন হলেও ভিসা বন্ধ থাকায় যেতে পারেননি। রংপুর নগরীর শাহীপাড়া এলাকার বাবু মিয়া করোনা দুর্যোগের আগে কলকাতা থেকে চিকিৎসা নিয়ে এসেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বাংলাদেশের ডাক্তাররা বলেছেন তার হার্টে দুটি ব্লক রয়েছে। রিং পরাতে হবে। কিন্তু কলকাতার ডাক্তাররা তার হার্টে কোনো ব্লক পাননি। রিং পরানোর প্রয়োজনই পড়েনি। তিনি ওষুধ সেবন করে সুস্থ আছেন। পরবর্তী পরামর্শের জন্য যাওয়ার কথা থাকলেও তিনি যেতে পারেননি। রংপুর ভিসা সেন্টার সূত্রে জানা গেছে, রংপুর সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২৫০ জনকে ভারতে যাওয়ার ভিসা দেওয়া হয়। এর মধ্যে চিকিৎসা ভিসাই ৫০ শতাংশ। প্রতিদিন গড়ে এক থেকে দেড়শ জন চিকিৎসা ভিসা নিয়ে কলকাতা, দিল্লি, চেন্নাই, ভেলর  যেতেন। এসব রোগী বুড়িমারী, বেনাপোল, হিলি, বাংলাবান্ধাসহ বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারতে গমন করত। মাহতাব ভিসা সেন্টারের স্বত্বাধিকারী মাহতাব হোসেন ও মাহাবুব আইটি সেন্টারের মালিক মাহাবুব হোসেন জানান, রংপুর থেকে ভিসা সেন্টার চালুর পর ভিসা পাওয়ার অর্ধেক মানুষই চিকিৎসা করাতে যেত। প্রায় ৪ মাস থেকে ভিসা দেওয়া বন্ধ থাকায় রংপুর অঞ্চলের কমপক্ষে ২০ হাজার রোগী ভারতীয় চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর