শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

মীমাংসার টাকা না দেওয়ায় গৃহবধূকে ধর্ষণ

নিজস্ব প্রতিবেদক

পারিবারিক কলহ মীমাংসা করে দেওয়া বাবদ ২০ হাজার টাকা না দেওয়ায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের নাগরমহল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন- তাইজুল ইসলাম ওরফে বাপ্পি (২৩), ইব্রাহিম (২৮) এবং একরাম (১৮)। এর আগে ওই নারী র‌্যাব-১০ এর সিপিসি-২ এ ওই তিনজনের নামসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ করেন। গতকাল র‌্যাব-১০ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৯ জুন স্বামীর সঙ্গে পারিবারিক কলহের জেরে কেরানীগঞ্জের জিনজিরায় বোনের বাসায় চলে যান ওই নারী। পরে তার স্বামী তাকে আনতে গেলে ধর্ষণের শিকার ওই নারীর বোন নাগরমহল ইব্রাহিমের ক্লাবে তার স্বামীর বিরুদ্ধে বিচার দেন। এরপর ইব্রাহিম তাদের ক্লাবে ডেকে নিয়ে বিষয়টির মীমাংসা করে দেন। গত ৭ জুলাই বেলা ৩টায় তাইজুল ইসলাম ওরফে বাপ্পিসহ কয়েকজন ওই নারীর বাসায় গিয়ে তার স্বামীর কাছ থেকে মীমাংসা বাবদ ২০ হাজার টাকা দাবি করেন।

এ সময় তার স্বামী টাকা দিতে অস্বীকার করেন। একই দিন রাত সাড়ে ৮টায় তাদের আবার ক্লাবে ডেকে নিয়ে মীমাংসা বাবদ ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে রাজি না হলে বাপ্পি ওই নারীকে ক্লাবের পাশে অন্ধকার গলিতে নিয়ে ছুরি মেরে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে। এ সময় বাপ্পীর সহযোগী ইব্রাহিম, একরাম এবং আরও দুজন পাহারায় ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর