শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

দেশের জনগণের স্বার্থের প্রতি সরকার উদাসীন : রিজভী

নিজস্ব প্রতিবেদক

করোনাকালে সরকার নিজেদের ব্যর্থতা আড়াল করতে বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে তিনি বলেন, সরকার জনগণের স্বার্থের প্রতি উদাসীন। গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, করোনা নিয়ে একের পর এক এমন হৃদয়বিদারক ঘটনার মধ্যে এখন আবার করোনা টেস্ট নিয়ে ভুয়া সার্টিফিকেট ও জালিয়াতির জন্য বিদেশের গণমাধ্যমে নেতিবাচক খবরের শিরোনাম হচ্ছে বাংলাদেশ। দেশ-বিদেশের গণমাধ্যমের খবরে আরও জানা গেছে, ইতালি, চীন, জাপান, ভিয়েতনাম, কাতার, আরব আমিরাতসহ অনেক দেশ বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। ইতালিতে পৌঁছার পর ১৫২ বাংলাদেশিকে দেশটিতে ঢুকতে না দিয়ে এয়ারপোর্ট থেকে ফেরত দেওয়া প্রমাণ করে, ক্ষমতাসীন সরকার দেশের জনগণের স্বার্থের প্রতি কতটা উদাসীন।

 সরকারের দৃষ্টি শুধুই যেন প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রতি, তাদের স্বার্থের প্রতি নয়।

তিনি বলেন, বছরের পর বছর ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দল ও মতের মানুষকে গুম-খুন-অপহরণ আর নির্মম নির্যাতন-নিপীড়নের মাধ্যমে নিজেদের অপশাসন দীর্ঘায়িত করাকেই সাফল্য হিসেবে প্রচার করছিল। কিন্তু চলমান করোনা সংকট প্রমাণ করেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে গুম-খুন-অপহরণ করানো ছাড়া এ সরকারের পক্ষে ভালো কিছু করার দৃষ্টান্ত নেই।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর