শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

প্রাণিসম্পদের পিডি বাছাইয়ের ধরন নিয়ে বিস্ময়

নিজস্ব প্রতিবেদক

প্রাণিসম্পদ অধিদফতরের ২০০ কোটি টাকার একটি প্রকল্পের পরিচালক (পিডি) পদে লোক বাছাইয়ের ধরন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনেকেই বিস্মিত। কারণ, ওই পদে নিযুক্ত হয়েছেন উপজেলা পর্যায়ের এক কর্মকর্তা। সূত্র জানায়, উন্নয়ন প্রকল্প প্রস্তাবনার (ডিপিপি) নিয়মের সঙ্গে সঙ্গতি রেখে মানানসই পদমর্যাদার কাউকে প্রকল্প পরিচালক করার জন্য চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করা হয়েছে। জানা গেছে, ‘সিলেট, লালমনিরহাট, কুড়িগ্রাম ও বরিশাল ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন প্রকল্প’ নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ২০১৯ থেকে জুন ২০২২ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১৯১ কোটি ৩৭ লাখ   ৮৪ হাজার টাকা। এই প্রকল্পে মো. জাহাঙ্গীর আলম নামে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মর্যাদার একজনকে গত ২৮ এপ্রিল প্রকল্প পরিচালক করা হয়েছে। ডিপিপি অনুযায়ী প্রকল্পের পরিচালক পদে প্রেষণে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বা সহকারী পরিচালক কিংবা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বা তদূর্ধ্ব পদমর্যাদার জেলা পর্যায়ের কাউকে পিডি করা যিনি সরকারের ও প্রাণিসম্পদ অধিদফতরের পঞ্চম গ্রেডের কর্মকর্তা। এ বিষয়ে জানতে চাইলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের তো অনেক প্রকল্প। কোন প্রকল্পে কাকে নিয়োগ দেওয়া হয়েছে ফাইল না দেখে তা বলতে পারব না।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর