শনিবার, ১১ জুলাই, ২০২০ ০০:০০ টা

রাজধানীতে তিন ভুয়া চাকরিদাতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ভুয়া চাকরিদাতা প্রতিষ্ঠানের তিন প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে মিরপুর ডিওএইচএস এলাকায় ভুইয়া এয়ার কার্গো ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সেখানে বন্দী থাকা ১৬ চাকরিপ্রার্থীকে উদ্ধার করা হয়েছে। গতকাল র‌্যাব-৪-এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে তারা জানতে পারেন ‘ভুইয়া এয়ার কার্গো ইন্টারন্যাশনাল’ নামে একটি কোম্পানি বিভিন্ন জনের কাছ থেকে প্রতারণার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিচ্ছে। এর পরই ওই কোম্পানিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য সামছুর রহমান (৩৫), ইউসুফ আহম্মেদ শাহীন (৩৫) ও রাসেল আহমেদকে (৩৩) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারিত ব্যক্তিদের নিয়োগপত্র, ভিজিটিং কার্ড, বিভিন্ন প্রতারিত ব্যক্তির নামে আইডি কার্ড, ক্যাশ বই, সিপিইউ, মনিটর, ল্যাপটপ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, মধ্যশিক্ষিত বেকার ও নিরীহ যুবকদের চাকরি দেওয়ার নাম করে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর