শিরোনাম
রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

পুরোদমে রেললাইনের কাজ টানেলের গতি শ্লথ

চট্টগ্রামের দুই মেগা প্রকল্প

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

পুরোদমে রেললাইনের কাজ টানেলের গতি শ্লথ

করোনা প্রাদুর্ভাবের মধ্যেই পূর্ণগতিতে চলছে চট্টগ্রামের অন্যতম মেগা প্রকল্প চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণের কাজ। পুরোদমে নির্মাণ কাজ চলায় নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন প্রকল্প সংশ্লিষ্টরা। নানা প্রতিবন্ধকতার মধ্যেও চলছে কর্ণফুলী টানেল নির্মাণ কাজ। এরই মধ্যেই এ প্রকল্পের কাজের অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ। চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের পরিচালক মফিজুর রহমান বলেন, পুরোদমেই চলছে কাজের গতি। জুন পর্যন্ত প্রায় ৪২ শতাংশ কাজের অগ্রগতি হয়েছে। সামনে বড় কোন বাধা না আসলে আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে এ প্রকল্পের কাজ। কর্ণফুলী টানেলের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুন উর রশিদ বলেন, করোনাকালে পুরোদমে চালু করা যাচ্ছে না কাজের গতি। তারপরও স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চালানো হচ্ছে প্রকল্পের কাজ। এরই মধ্যে কাজের সার্বিক অগ্রগতি হয়েছে ৫৬ শতাংশ।’ জানা যায়, করোনাকালে কাজের গতি কিছুটা শ্লথ হলেও এখন পুরোদমে চলছে মেগা প্রকল্প চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন নির্মাণ কাজ। কারোনাকালে কিছুদিন প্রকল্পের কাজ স্থবির থাকলেও গত এক মাস ধরে পুরোদমে চলছে নির্মাণ কাজ। দেশি-বিদেশি বিশেষজ্ঞ ও কর্মকর্তারা কাজে যোগদান করায় স্বাভাবিক সময়ের মতোই ফিরে এসেছে কাজের গতি।

 জুন পর্যন্ত এ প্রকল্পের সার্বিক কাজের অগ্রগতি হয়েছে প্রায় ৪২ শতাংশ। কাজের এ ধারা অব্যাহত রাখতে পারলেও নির্ধারিত সময়ের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেছে প্রকল্প সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে চলছে আরেক মেগা প্রকল্প কর্ণফুলী টানেল নির্মাণের কাজ। কর্ণফুলী নদীর ১৮ থেকে ৩১ মিটার গভীরতায় বসানো হচ্ছে দুটি টিউব। এরই মধ্যে টিউব বসানোর জন্য নদীর গভীরে খনন করা হয়েছে ২৩শ’ মিটার। প্রায় শেষ পর্যায়ে অ্যাপ্রোচ সড়ক, ওভারব্রিজ নিমার্ণসহ আরো বেশ কিছু কাজ। তবে টানেল নির্মাণের শুরুতে যে গতি ছিল করোনা প্রাদুর্ভাবের কারণে তা কিছুটা স্লথ হয়েছে। করোনাকাল দীর্ঘ হলে কাজের গতি আরও শ্লথ হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নির্ধারিত সময়ের আগে এ টানেল চলাচলের জন্য উন্মুক্ত করার যে চিন্তা-ভাবনা করা হচ্ছে তাতে কিছুটা বাধা আসতে পারে বলে শঙ্কা করছে প্রকল্প সংশ্লিষ্টরা। এ প্রকল্পের প্রতিবন্ধকতা নিয়ে কর্ণফুলী টানেলের প্রকল্প পরিচালক প্রকৌশলী হারুন উর রশিদ বলেন, বর্তমানে প্রকল্পের কাজের অগ্রগতির অন্যতম বাধা হচ্ছে বিদেশি বিশেষজ্ঞ ও শ্রমিক স্বল্পতা। করোনার কারণে অনেক বিশেযজ্ঞ ও প্রকল্প সংশ্লিষ্ট তাদের দেশ থেকে আসতে চাইছে না। পরিস্থিতি উন্নতি না হলেও এখন যারা কর্মরত আছেন তাদের চলে যাওয়ারও শঙ্কা রয়েছে। এ ক্ষেত্রে প্রকল্পের কাজ আরও দীর্ঘায়িত হতে পারে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর