রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা
করোনার প্রভাব কোরবানিতেও

ক্রেতা নেই চট্টগ্রামের মসলার বাজারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

করোনা পরিস্থিতির কারণে এবার চট্টগ্রামের কোরবানির বাজার নিয়ে নানা শংকায় আছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সাম্প্রতিক কভিড-১৯ এর কারণে অর্থনৈতিক সংকটে রয়েছে মানুষ। নানা অনিশ্চয়তার কারণে গরম মসলার বাজারে প্রভাব পড়তে পারে। তাছাড়া এসব কারণেই এবার ভরা মৌসুমেও চাহিদা মন্দায় কয়েক বছরের মধ্যে সর্বনিম্ন দামে নেমে এসেছে গরম মসলার দাম। সবমিলে এবার কোরবানির মসলা বাজারে থাকলেও ক্রেতাদের তেমন চাহিদা নেই। দেশের বড় পাইকারি বাজার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা বলেন, কোরবানির বাজারকে সামনে রেখে মসলার আমদানি ও মজুদ ছিল পর্যাপ্ত। কিন্তু রোজার ঈদের বিক্রি অনেকটা স্বাভাবিক থাকলেও কোরবানির ঈদের আগে বাজারে চাহিদা অস্বাভাবিক কমে গেছে। পণ্যের অর্ডার করছেন না, যারা করছেন আগের তুলনায় খুবই কম। এতে করে প্রতিদিনই মসলা পণ্যের দাম কমছে। বাংলাদেশ গরম মসলা ব্যবসায়ী সমিতির সহসভাপতি অমর কান্তি দাশ বলেন, দেশের করোনা পরিস্থিতির কারণে নগদ অর্থের সংকট রয়েছে সবার কাছে। ব্যবসা-বাণিজ্যে স্থবিরতাসহ নানা অনিশ্চয়তায় মানুষ বিলাস পণ্যের ক্রয় কমিয়ে দিয়েছে। চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ীদের তথ্য-সূত্রে জানা গেছে, কয়েকমাস ধরে ভারতীয় শুকনো মরিচ কেজি প্রতি ২৫০ টাকায় বিক্রি হচ্ছিল। দেশীয় আস্ত হলুদের দাম কেজি প্রতি দাম কমে নেমে এসেছে ১০০ থেকে ১১০ টাকায়, ভারতীয় হলুদের দাম ৯০ থেকে ৯২ টাকায় বিক্রি হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর