রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

রাজশাহীতে এক লাখ পশু অতিরিক্ত

জমতে শুরু করেছে বাজার, বিক্রি হচ্ছে অনলাইনেও

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে এক লাখ পশু অতিরিক্ত

কোরবানিকে সামনে রেখে এরই মধ্যে পশুহাটগুলোতে বেচাকেনা শুরু হয়েছে। চলছে অনলাইনেও কেনাবেচা। করোনার কারণে এবার হাট জমছে না। তবে আগের তুলনায় গত এক সপ্তাহে বিক্রি কিছুটা বেড়েছে। রাজশাহী জেলা প্রাণিসম্পদ দফতর সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় গরু-মহিষ আছে প্রায় এক লাখ। ছাগল আছে দুই লাখ ২৮ হাজার। অন্যান্য পশু আছে ৪২ হাজার। সব মিলে মোট ৩ লাখ ৭০ হাজার। ফলে অতিরিক্ত থাকবে এক লাখ গবাদি পশু।

রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অন্তিম কুমার সরকার জানান, ‘জেলায় পর্যাপ্ত পরিমাণে গবাদি পশু আছে। রাজশাহী জেলায় কোরবানি ঈদে দুই লাখ গবাদি পশুর প্রয়োজন পড়ে। আর আছে প্রায় সাড়ে তিন লাখ কোরবানির জন্য উপযুক্ত পশু। এ বছর প্রতিবেশী দেশ ভারত থেকে গবাদি পশু আসবে না- এমন কথা সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আমাদের।’

তিনি বলেন, ‘আমরা বড় বড় খামারিদের অনলাইনে পশু বিক্রির পরামর্শ দিয়েছি। এতে হাটের ওপরে চাপ কমলে করোনা সংক্রমণ কম হবে।’ তিনি জানান, ‘দেশের খামারি ও সাধারণ মানুষ ঈদের তিন থেকে চার মাস আগে গরু লালন-পালন শুরু করে কোরবানিতে বিক্রি করে কিছু লাভের আশায়। তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে আমাদের। তবে জেলায় যে পরিমাণে গবাদি পশু আছে তাতে সংকট হওয়ার কথা নয়।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর