শিরোনাম
রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনায় নারীর স্বাস্থ্য ঝুঁকিতে

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস নারীর স্বাস্থ্য ও অর্থনীতির ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করেছে। করোনা মহামারীর প্রভাবে অর্থনীতি যে ঝুঁকিতে পড়েছে তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লাখ কোটি টাকার বেশি ১৯টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। আর এসব প্রণোদনা থেকে দেশের নারী উদ্যোক্তা ও কর্মজীবি নারীরা সরাসরি উপকৃত হবেন। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ভার্চুয়াল আলোচনায় এসব বলেন। ঢাবি’র  পপুলেশন সায়েন্সেস বিভাগ ও ইউএনএফপি’র যৌথ উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, নারীদের বিয়ের বয়স ১৮ বছর হলেও সেটা সব সময় কার্যকর হচ্ছে না। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশে বাল্যবিয়ে হ্রাস পেয়েছে।

এছাড়া জেন্ডার সমতা অর্জনের মাধ্যমে নারী উন্নয়ন ও ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হয়ে উঠেছে বাংলাদেশ। 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর