রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

সিলেটে ফের ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট সীমান্তে ফের ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে এ ঘটনা ঘটে। বিজিবির দাবি বাবুল হোসেন নামের ওই ব্যক্তি অবৈধভাবে ভারতে ঢুকে খাসিয়াদের বাগান থেকে আনারস চুরি করতে গিয়ে প্রাণ হারান তিনি। নিহত যুবক উপজেলার লামাবাজার গ্রামের আমির হোসেনের ছেলে বাবুল হোসেন। এছাড়া এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আমিরের সহযোগী একই গ্রামের চান মিয়ার ছেলে কয়েস মিয়া। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল জানান, শনিবার দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে দুজন বাংলাদেশি নাগরিক আনুমানিক ৮০০ গজ ভারতের অভ্যন্তরে আনারস চুরির জন্য যান। ভারতীয় খাসিয়া নাগরিকরা উপস্থিতি টের পেয়ে দেশীয় অস্ত্র দ্বারা গুলি করলে বাবুল হোসেন মারা যান।

তার সহযোগী কয়েছ মিয়া গুলিবিদ্ধ হয়ে পালিয়ে আসেন। বর্তমানে সে পলাতক রয়েছেন।

তিনি আরও জানান, সীমান্তে এই মুহূর্তে অবৈধ চলাচল রোধকল্পে করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেও টহল এবং নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী এলাকার বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে প্রবেশ না করার জন্য বারবার অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর