রবিবার, ১২ জুলাই, ২০২০ ০০:০০ টা

পশুর হাটে ক্রেতা নেই রংপুরে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে বন্যা, বৃষ্টি ও করোনার কারণে পশুর হাটগুলো এখনো জমে ওঠেনি। ক্রেতা না থাকায় খামারিদের স্বপ্ন ভঙ্গের উপক্রম হয়েছে। ক্রেতা-বিক্রেতা কম থাকলেও পশুর হাটগুলোতে দালাল ফড়িয়াদের অবাধ বিচরণ লক্ষ্য করা গেছে।

সূত্রে জানা গেছে, রংপুর জেলায় স্থায়ী হাট রয়েছে ২১২টি। এর মধ্যে সিটি করপোরেশনে হাট রয়েছে ২২টি। নগরীর বাস টার্মিনাল এলাকা থেকে হারুন অর রশিদ দুটি আড়িয়া গরু লালবাগ হাটে বেচতে নিয়ে এসেছেন। তিনি অভিযোগ করেন বৃষ্টি ও করোনার কারণে এমনিতেই ক্রেতার সংখ্যা কম। দুই-একজন ক্রেতা এলেও দালালরা নানা কৌশল অবলম্বন করে কমিয়ে দিচ্ছেন গরুর দাম।

লালবাগ হাটের রশিদ লেখক আফজাল হোসেন জানান, পশুর দাম গতবারের তুলনায় কম। তিনি বুধবার হাটে ৮টি রশিদ কেটেছেন সবগুলো গরুতেই খামারির ক্ষতি হয়েছে।

রশিদ লেখক আব্বাস আলী জানান,  গতবারের থেকে দুই তিন হাজার টাকা কম দামে গরু বিক্রি হয়েছে। এর কারণ হিসেবে তিনি বলছেন বন্যা ও করোনার কারণে অনেকেই গরু কেনার বিষয়ে এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর