সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

ট্রান্সশিপমেন্ট পণ্য আনতে জাহাজ গেল কলকাতায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর দিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে কনটেইনারে পণ্য পরিবহনের পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে। এ লক্ষ্যে চট্টগ্রাম বন্দর থেকে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরের উদ্দেশে রওনা দিয়েছে কনটেইনারবাহী জাহাজ ‘এমভি সেঁজুতি’। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের এক নম্বর জেটি থেকে শুক্রবার ১৫৫টি রপ্তানি পণ্যভর্তি ও খালি কনটেইনার নিয়ে জাহাজটি বহির্নোঙরে যায়। সেখান থেকে শনিবার কলকাতার উদ্দেশে রওনা করে জাহাজটি। সব ঠিক থাকলে সোমবারের মধ্যে জাহাজটি কলকাতার শ্যামাপ্রসাদ বন্দরে পৌঁছবে। ফিরতি পথে জাহাজটি অন্যান্য কনটেইনারের পাশাপাশি চার কনটেইনার ট্রান্সশিপমেন্ট পণ্য নিয়ে চট্টগ্রাম বন্দরে আসবে। বন্দর ও কাস্টমসের ফি পরিশোধের পর চুক্তি অনুযায়ী কনটেইনারগুলো সড়কপথে আখাউড়া পাঠিয়ে দেওয়া হবে। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম বলেন, কলকাতা-চট্টগ্রাম-আখাউড়া ট্রান্সশিপমেন্টের ট্রায়াল রান শুরু হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ডের নির্ধারিত ট্রান্সশিপমেন্ট ফি আদায়ের পর কনটেইনারের সিল বা লক পরীক্ষা করে কাস্টমসের অধীনে এসকর্ট দিয়ে কনটেইনারগুলো আখাউড়া বিবিরবাজার পৌঁছে দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, কনটেইনারপ্রতি ৫০ ডলারের বেশি মাশুল পাবে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, ট্রান্সশিপমেন্টের প্রথম ট্রায়াল রানে চারটি কনটেইনার আসবে চট্টগ্রাম বন্দরে। নিয়ম অনুযায়ী বন্দর কর্তৃপক্ষ ট্রান্সশিপমেন্টের কনটেইনারপ্রতি ট্যারিফ আদায় করবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর