সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা
উপলক্ষ মুজিববর্ষ

চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারা দেশে ১ কোটি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন হবে আগামী ১৬ জুলাই। ওই দিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে একটি তেঁতুল ও একটি  ছাতিয়ান গাছ রোপণ করার মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন।

গতকাল অনলাইন সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এ তথ্য জানান। জাতির পিতার জন্মশতবর্ষ ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবেশ ও বনমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর প্রতিটি জেলা এবং উপজেলায় আনুষ্ঠানিকভাবে একটি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর