শিরোনাম
সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা
নকল হ্যান্ড স্যানিটাইজার

দুই ফ্যাক্টরিকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবর ও মহাখালীতে নকল হ্যান্ড স্যানিটাইজার উৎপাদনকারী দুই ফ্যাক্টরিতে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দুই প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন জব্দ করা হয়। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আদাবরের ২৮/১ নম্বর ভবনে রোজ মেরি লিমিটেড প্রতিষ্ঠানে আবদুস সামী ও মো. হাফিজুর এবং ২৮২/এ নিউ ডিওএইচএস, মহাখালীর ইনার বিটস অ্যান্ড কিউএস বিডির মো. রায়হান ও শাহজাফর আহম্মেদকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ওই দুই ফ্যাক্টরি থেকে ১০ হাজার পিস কুইক ফ্রেশ ব্যান্ডের নকল হ্যান্ড স্যানিটাইজার জেল, ২ হাজার বোতল সেইফ গার্ড ব্র্যান্ডের নকল এন্টিসেপ্টিক, ১ হাজার লিটার বাল্ক স্যানিটাইজার উদ্ধার করা হয়েছে।

এদিকে, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় রাখাসহ নকল ও ভেজাল প্রতিরোধে সারাদেশে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান পরিচালিত হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ১০৯টি বাজারে (পাইকারি ও খুচরা) ১৫১টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৮৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। গতকাল অধিদফতরের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ খবর