মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

এরশাদের শূন্যতা পূরণে ঐক্যবদ্ধ রংপুর জাপা

রাজনীতি

নজরুল মৃধা, রংপুর

এরশাদের শূন্যতা পূরণে ঐক্যবদ্ধ হচ্ছে রংপুর জাপা। এরশাদের চলে যাওয়ার এক বছরে দলের শীর্ষ নেতারা বলেছেন, সবাই ঐক্যবদ্ধভাবে এরশাদের শূন্যতা পূরণ করবেন। আজ ১৪ জুলাই জাপা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি, হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর এক বছর পূর্ণ হলো। প্রয়াত এরশাদ রংপুর সদর আসনে প্রায় ৩০ বছর এমপি ছিলেন।  গত বছর এরশাদের মৃত্যুর পর নির্বাচন কমিশন সদর আসনটি শূন্য ঘোষণা করলে আওয়ামী লীগ এই আসনটি জাপাকে ছাড় দেয়। পরে উপনির্বাচনে এরশাদপুত্র সাদ এরশাদ এই আসনের এমপি হন। এমপি হওয়ার পর স্থানীয় জাপার সঙ্গে তার কিছুটা দূরত্ব সৃষ্টি হলেও তা এখন নেই। জাপা মহাসচিব ও গঙ্গাচড়া আসনের এমপি আলহাজ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সবার সম্মিলিত চেষ্টায় প্রয়াত জাপা চেয়ারম্যানের শূন্যতা পূরণ করা হবে। জাপা চেয়ারম্যানকে হারিয়ে শুধু রংপুর নয় সারা দেশ একজন যোগ্য নেতৃত্ব হারিয়েছে। তার এই শূন্যতা যদিও পূরণীয় নয়। তার পরেও আমরা ঐক্যবদ্ধভাবে দলের চেয়ারম্যানের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করছি। তিনি আরও বলেন, এরশাদ রংপুরের মাটি ও মানুষের নেতা ছিলেন। এরশাদ জীবিত অবস্থায় এতিমসহ যাদের অনুদান দিতেন তা এখন এরশাদ ট্রাস্টের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। মহানগর জাপার সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, দলের চেয়ারম্যানের মৃত্যুতে রংপুরে যে শূন্যতা সৃষ্টি হয়েছিল তা পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি। রংপুরের মানুষ এরশাদকে অন্তর থেকে ভালোবাসতেন। রংপুরের মানুষের ভালোবাসার মূল্য বজায় রাখার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করছি। জেলা জাপার সাধারণ সম্পাদক হাজী আবদুর রাজ্জাক বলেন, জাপা চেয়ারম্যানের স্বপ্ন পূরণে আমরা কাজ করে যাচ্ছি। স্থানীয় জাপার সঙ্গে সাদ এরশাদের কিছুটা ভুল বোঝাবুঝি ছিল।

তবে দলে এখন কোনো বিভেদ নেই। আমরা সবাই এরশাদের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।

এদিকে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে- স্বাস্থ্যবিধি মেনে এরশাদের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা, দোয়া ও কোরআন খতম। এসব কর্মসূচিতে জাপা চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর