মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

এই দুর্যোগে যার যার সুরক্ষা তারই হাতে

-কেসিসি মেয়র

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বলেছেন, করোনা প্রতিরোধে সরকারের পাশাপাশি যার যার অবস্থান থেকে কাজ করতে হবে। এই দুর্যোগে যার যার সুরক্ষা তারই হাতে। সরকার দেশের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, খুলনায় চিকিৎসা নিয়ে কেউ যাতে প্রতারণা এবং ছিনিমিনি করতে না পারে সে দিকে সবার খেয়াল রাখতে হবে। গতকাল সিটি মেয়র স্থানীয় সরকার বিভাগ, ডিএফআইডি, ইউএনডিপির সহযোগিতায় করোনা প্রতিরোধে স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম হস্তান্তরকালে এসব কথা বলেন। স্বাস্থ্যসুরক্ষার সরঞ্জামের মধ্যে ছিল- ডিজিটাল থার্মোমিটার, ইনফ্রারেড থার্মোমিটার, জীবাণুনাশক, হ্যান্ডড্রাই রোল, সার্জিক্যাল মাস্ক, এন-৯৫ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার। এ সময় কেসিসির চিফ প্লানিং অফিসার ও প্রকল্পের সদস্য সচিব আবির-উল-জব্বার উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর