মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০ ০০:০০ টা
মানববন্ধনে বক্তারা

রিজেন্ট-জেকেজি কান্ড বিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করেছে

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার আন্দোলন, বাংলাদেশ আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেছেন, করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে রিজেন্ট হাসপাতাল ও জেকেজি গোটা বিশ্বে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। তারা বলেন, অন্য কোনো দেশে এমন ন্যক্কারজনক ও নজিরবিহীন ঘটনা নেই। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম এবং জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা দম্পতির ভুয়া করোনা রিপোর্টে প্রতারণার শিকার ব্যক্তিদের আর্থিক ক্ষতিপূরণ প্রদান, তাদের সঙ্গে ভুয়া করোনা রিপোর্ট প্রদানে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি এবং দুর্নীতিমুক্ত স্বাস্থ্য খাত নিশ্চিতের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

 আয়োজক সংগঠনের প্রধান নির্বাহী কামরুজ্জামান বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আজমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, আয়োজক সংগঠনের শহীদুল ইসলাম, নোমান মোশাররফ, শামসুল আরেফীন, মাহমুদুর রহমান খান বাপ্পী প্রমুখ।

বক্তারা বলেন, ‘এ দুই প্রতিষ্ঠানের ভুয়া রিপোর্টের কারণে বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করছে। বাতিল করছে ফ্লাইট। বিদেশে গেলেও তাদের ফেরত পাঠানো হচ্ছে। প্রায় সব দেশই করোনা সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে। একমাত্র বাংলাদেশেই এসব কিছু লোক টেস্টের নামে আমাদের দেশকে কলঙ্কিত করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর