রবিবার, ১৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

বিদেশে রপ্তানিযোগ্য আলুর আবাদ করতে হবে : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বিদেশে রপ্তানি করা যায় এমন জাতের আলু উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিএডিসির উচ্চফলনশীল জাতের আলু আবাদের ফলে এখন বছরে এক কোটি টনের বেশি উন্নত জাতের আলু উৎপাদন হয়। দেশে চাহিদা রয়েছে ৬০-৭০ লাখ টনের মতো। বাকি উদ্বৃত্ত আলু বিদেশে রপ্তানি করতে হবে। কিন্তু দেশে উৎপাদিত আলুতে পানির পরিমাণ বেশি হওয়ায় বিদেশে এর চাহিদা কম। সে জন্য বিদেশে চাহিদা আছে এমন জাতের আলু উৎপাদন করতে হবে। কৃষি মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করছে। কৃষিমন্ত্রী গতকাল তার সরকারি বাসভবন থেকে টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষি উন্নয়ন করপোরেশনের মালতি হিমাগার জোনের চুক্তিবদ্ধ বীজআলু উৎপাদনকারী চাষিদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এসব কথা বলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর