শিরোনাম
সোমবার, ২০ জুলাই, ২০২০ ০০:০০ টা

নেই কোনো যুদ্ধ, চাইলেই পাওয়া যাচ্ছে কেবিন

বরিশাল-ঢাকা লঞ্চের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌরুটের লঞ্চে কেবিনের টিকিট আগাম বিক্রি শুরু হয়েছে। তবে বিগত বছরের মতো এবার যাত্রীদের চাপ নেই তেমন। নেই টিকিট যুদ্ধ। চাইলেই পাওয়া যাচ্ছে লঞ্চের কেবিন টিকিট। বরিশাল-ঢাকা রুটের মেসার্স সুন্দরবন নেভিগেশন কোম্পানির ম্যানেজার মো. জাকির হোসেন জানান, করোনার কারণে এবারের ঈদে ঘরমুখো যাত্রীদের টিকিটের তেমন চাহিদা নেই। অন্যান্য বছর ঈদের আগে আগ্রহী যাত্রীদের বুকিং স্লিপ জমা নিয়ে তার পর যাচাই-বাছাই করে উপযুক্ত যাত্রীকে কেবিন টিকিট দিত লঞ্চ কোম্পানিগুলো। এবারের ঈদে যাত্রীদের তেমন চাপ না থানায় বুকিং পদ্ধতির প্রয়োজন হয়নি। গতকাল রবিবার থেকে বরিশালে বিভিন্ন লঞ্চ কোম্পানির কাউন্টারে আগাম টিকিট বিক্রি শুরু হয়। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকিট দেওয়া হচ্ছে যাত্রীদের।  বরিশাল নগরীর বিভিন্ন লঞ্চের টিকিট কাউন্টারগুলো ঘুরে যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। আগাম টিকিটের চাহিদাও কম। এ কারণে কাউন্টারগুলো অনেকটাই ফাঁকা দেখা গেছে। অথচ অন্যান্য বছর এই সময়ে আগাম টিকিট প্রত্যাশী যাত্রীদের চাপ ছিল কাউন্টারগুলোতে। কয়েকজন যাত্রী জানান, ঈদ উপলক্ষে ঢাকা থেকে বরিশালের লঞ্চ কেবিনের বুকিং দিতে গিয়েছিলেন। কিন্তু তাদের বুকিং না রেখে সরাসরি টিকিট দেওয়া হয়েছে। এতে টিকিটপ্রাপ্তির ভোগান্তি আগের চেয়ে শূন্যের কোটায় নেমে এসেছে। একই রুটের মেসার্স সালমা ওয়াটারওয়েজ কোম্পানির সহকারী মহাব্যবস্থাপক মো. বেলাল হোসেন জানান, করোনার কারণে ঢাকাসহ বিভিন্ন শহরে অবস্থানরত অনেকেই এবার নিজ নিজ গ্রামে ফিরছেন না। এ কারণে লঞ্চের কেবিন টিকিটের তেমন কোনো চাপ নেই।

আগে বুকিং নেওয়া হলেও এখন চাপ না থাকায় সরাসরি টিকিট বিক্রি করছেন তারা। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে চলছে তাদের কেবিন টিকিট বিক্রি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর