মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা

প্ররোচনায় অভিযুক্ত এসআই গাফিলতি ছিল ওসির

চট্টগ্রামে কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

স্কুলছাত্র সালমান ইসলাম মারুফ আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত নগরীর ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) হেলাল খানের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পেয়েছে সিএমপি গঠিত তদন্ত কমিটি। একই সঙ্গে ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশের দায়িত্ব অবহেলা ও গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। তাই এসআই হেলাল এবং ওসি ডবলমুরিং থানার ওসি’র বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। সিএমপির কমিশনার মাহাবুবর রহমান বলেন, ‘মারুফ আত্মহত্যার ঘটনায় পুলিশ গঠিত তদন্ত কমিটি ঘটনার সঙ্গে এসআই হেলালের সম্পৃক্ত থাকার সত্যতা পেয়েছে। ওসির ব্যর্থতার প্রমাণ পেয়েছে। তাই এ ঘটনায় এসআই হেলাল ও ওসি সদীপ কুমার দাশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।’ জানা যায়, মারুফ আত্মহত্যার ঘটনায় গঠিত তদন্ত কমিটি গতকাল বিকালে সিএমপি কমিশনার মাহাবুবর রহমানের কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন। ১৬ পৃষ্টার ওই প্রতিবেদনে ঘটনার আদ্যপান্ত তুলে ধরে তদন্ত কমিটি। তদন্ত কমিটির প্রধান নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মনজুর মোর্শেদ বলেন, ‘তদন্ত এসআই হেলালের বিরুদ্ধে উঠা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

এ ঘটনায় ওসির গাফিলতিও রয়েছে। তাই দুজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর