মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে ৮ হাসপাতালের ৫৯ শতাংশ শয্যাই রোগী শূন্য

রেজা মুজাম্মেল, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরে সরকারি-বেসরকারি পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গের রোগীর জন্য নির্ধারিত আটটি হাসপাতালের মোট শয্যা ৭৬৬টি। এর মধ্যে রোগী ভর্তি আছে ৩২১ জন। শয্যা খালি আছে ৪৪৫টি। করোনা হাসপাতালের ৫৯ শতাংশ শয্যাই এখন রোগীশূন্য। ৪১ শতাংশ শয্যায় রোগী ভর্তি আছে। চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কভিড-১৯ চিকিৎসায় নির্ধারিত শয্যা ১৫০টি। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রোগী আছে ৮৪ জন। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ইউনিটে শয্যা আছে ২০০টি। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রোগী আছে ১৭১ জন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ৩১ শয্যার করোনা ইউনিটে বর্তমানে রোগী চিকিৎসাধীন আছে ১০ জন। বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ১০০ শয্যার মধ্যে রোগী আছে মাত্র ২ জন। ১০০ শয্যার হলি ক্রিসেন্ট হাসপাতালে রোগী আছে মাত্র ৯ জন। বেসরকারি মা ও শিশু হাসপাতালে ৩৪ শয্যার করোনা ইউনিটে রোগী চিকিৎসাধীন আছে ২৬ জন। বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে ১০০ শয্যার হাসপাতালে রোগী চিকিৎসাধীন আছে ৮ জন। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, বর্তমানে করোনা আক্রান্ত ও উপসর্গের রোগীরা অনেক সচেতন এবং সাহসী। এখন সবাই করোনার ব্যাপারে সতর্ক।

তাই করোনা আক্রান্ত হলে বা উপসর্গ দেখা দিলেই তারা চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামে বর্তমানে মোট করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৯২৭ জন। এর মধ্যে মহানগরে ৮ হাজার ৯৯৯ এবং ১৫ উপজেলায় ৩ হাজার ৯২৮ জন। ইতিমধ্যে আক্রান্ত হয়ে মারা গেছেন ২২৩ জন। এর মধ্যে মহানগরে ১৫৭ জন এবং উপজেলায় ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক হাজার ৫৮৪ জন। বর্তমানে চট্টগ্রামে সরকারি বেসরকারি সাতটি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এসব ল্যাবে প্রতিদিন গড়ে ৮০০ থেকে ৯০০ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়। সর্বশেষ গত রবিবার ৮৬৯টি নমুনা পরীক্ষায় ১৭৩ জন পজেটিভ আসে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর