মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা
ভিডিও কনফারেন্সে আইজিপি

জনগণকে সর্বোত্তম সেবা দিতে পুলিশকে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

পুলিশ ফোর্সের সর্বোচ্চ কর্মক্ষমতা ব্যবহারের মাধ্যমে জনগণকে সর্বোত্তম সেবা দিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল পুলিশ সদর দফতর থেকে খুলনা রেঞ্জ ও রেঞ্জের অধীন জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বক্তব্য প্রদানকালে তিনি এ নির্দেশনা দেন। তিনি বলেন, পুলিশকে দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত দেখতে চাই। আইজিপি বলেন, ইউনিট কমান্ডারদের অধীন ফোর্সকে সঠিকভাবে গাইড করতে হবে। তাদের সক্ষমতা কাজে লাগাতে হবে। ফোর্সের ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হতে হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় বা শৈথিল্য দেখানো যাবে না। পাশাপাশি ফোর্সের সার্বিক কল্যাণও অত্যন্ত উদারভাবে নিশ্চিত করতে হবে।  

খুলনা রেঞ্জের যুগোপযোগী ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিতত ও মানবিক পুলিশিংয়ের বর্তমান ধারাকে আরও সুসংহত করতে খুলনা অঞ্চলের স্থায়ী ও অস্থায়ী পুলিশ ক্যাম্পের কার্যক্রম রিভিউ করার নির্দেশ দেন আইজিপি। তিনি বলেন, পুলিশিং সেবাকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন ও বেগবান করতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর