মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা
মানবতাবিরোধী অপরাধ

আজহারের রিভিউ আবেদনের শুনানি নিয়মিত বেঞ্চে

নিজস্ব প্রতিবেদক

মৃত্যুদন্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মানবতাবিরোধী অপরাধী জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের করা আবেদনের শুনানি হবে নিয়মিত কোর্ট খোলার পর। রিভিউ আবেদনের বিষয়টি গতকাল অ্যাটর্নি জেনারেল ভার্চুয়াল আপিল বিভাগের নজরে এনেছিলেন। পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, এটা মেনশন করেছিলাম। আদালত বলছে বন্ধের পর যখন ফিজিক্যালি বসবেন তখন। এর আগে গত রবিবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ আবেদন করেছেন বলে জানিয়েছেন এ টি এম আজহারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি জানান, ২৩ পৃষ্ঠার পুনর্বিবেচনার এ আবেদনে মোট ১৪টি যুক্তি উপস্থাপন

করা হয়েছে।

গত বছরের ৩১ অক্টোবর আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তিনটি অভিযোগে মৃত্যুদন্ডের সাজা বহাল রেখে রায় দেয় আপিল বিভাগ। এরপর চলতি বছরের ১৫ মার্চ পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর ৩০ মার্চ রিভিউ আবেদন করার শেষ দিন ছিল। কিন্তু গত ২৬ মার্চ থেকে করোনাভাইরাসের কারণে সারা দেশের আদালতগুলো সাধারণ ছুটি ঘোষণা করা হয়। যার ফলে কোর্ট খোলার পর আজ তারা আবেদন করেন। এ আবেদন খারিজ হয়ে গেলে মৃত্যুদন্ড কার্যকরে আর কোনো আইনি বাধা থাকবে না।

মানবতাবিরোধী অপরাধে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এক রায়ে তাকে মৃত্যুদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহার। এরপর আপিল বিভাগও মৃত্যুদন্ড বহাল রেখে রায় দেয়। রায়ের কপি প্রথমে যায় ট্রাইব্যুনালে। এরপর ১৬ মার্চ ট্রাইব্যুনাল এ টি এম আজহারের বিরুদ্ধে মৃত্যুপরোয়ানা জারি করে। লাল কাপড়ে মুড়িয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে পরোয়ানা পাঠানো হয় কাশিমপুর কারাগারে। সেখানেই বন্দী এ টি এম আজহারুল ইসলাম। সেখানে তা পৌঁছার পর তাকে মৃত্যুপরোয়ানা পড়ে শোনানো হয়। এ মামলায় ট্রাইব্যুনালের আদেশে ২০১২ সালের ২২ আগস্ট এ টি এম আজহারকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিনি কারাবন্দী রয়েছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর