বুধবার, ২২ জুলাই, ২০২০ ০০:০০ টা
সিভিল সার্জন কার্যালয়ের নৈশপ্রহরীসহ গ্রেফতার ৭

করোনাকালে রংপুরে সরকারি ওষুধ চোরাচালানিরা সক্রিয়

নিজস্ব প্রতিবেদক, রংপুর

করোনাকালে রংপুরে বিনামূল্যের সরকারি ওষুধ চোরাচালানিরা সক্রিয় হয়ে উঠেছে। এরা সরকারি বিভিন্ন হাসপাতাল থেকে ওষুধ পাচার করে বিভিন্নস্থানে বেশি দামে বিক্রি করত। মহানগর পুলিশ এই সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে। এর মধ্যে সিভিল সার্জন অফিসের নৈশপ্রহরী রয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করা হয়। গতকাল দুপুরে মাহিগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকি ইবনু মিনার। গ্রেফতারকৃতরা হলো- সিভিল সার্জন কার্যালয়ের নৈশপ্রহরী সাহের জামান, খন্দকার আবদুস সালাম, আবদুর রহমান, হাশেম রেজা, কমল চন্দ্র রায়, ধীরেণ চন্দ্র বর্মণ ও দীপাল চন্দ্র বর্মণ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার বিকালে মাহিগঞ্জের দেওয়ানটুলি এলাকা থেকে রহমান নামের সরকারি ওষুধ চোরাচালানের সংঘবদ্ধ চক্রের এক সদস্যকে আটক করে। পরে তার তথ্যের ভিত্তিতে অন্যান্যদের গ্রেফতার করা হয়।

 তাদের কাছ থেকে দুই লাখ টাকার ওষুধ উদ্ধার করা হয়।

এ ছাড়াও একই দিনে নিউ জুম্মাপাড়া থেকে রংপুর সিভিল সার্জন কার্যালয়ের পিয়ন এবং চোরাচালান চক্রের অন্যতম হোতা সাহের জামানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে পীরগাছার পাঠক শিকড় গ্রাম থেকে চক্রের আরেক হোতা খন্দকার আবদুস সালামকে আটক করা হয়। গ্রেফতারদের কাছ থেকে দুই লাখ টাকার বিনামূল্যের সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর