শুক্রবার, ২৪ জুলাই, ২০২০ ০০:০০ টা

বন্যাদুর্গত এলাকার মাদ্রাসা খোলা রাখার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বন্যাদুর্গত এলাকার মাদ্রাসাগুলো আশ্রয় কেন্দ্র হিসেবে খোলা রাখার নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর। দুর্গত এলাকার এসব মাদ্রাসার অধ্যক্ষ, সুপার এবং কর্মচারীদের ঈদের ছুটিও বাতিল করা হয়েছে। গতকাল মাদ্রাসা শিক্ষা অধিদফতরের এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান সময়ে বন্যা ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদ্রাসার পাকা ভবনগুলো সার্বক্ষণিক খোলা রেখে বন্যাদুর্গতদের আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানের চাবিসহ কর্মস্থলে সার্বক্ষণিক উপস্থিত থাকতে বলা হয়েছে দায়িত্বপ্রাপ্তদের। প্রজ্ঞাপনে আরও বলা হয়, মাদ্রাসাগুলোর প্রধানরা সার্বক্ষণিক জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ রাখবেন। দুর্গত এলাকার এ মাদ্রাসাগুলো মনিটরিংয়ে চার সদস্যের কমিটি গঠন করেছে মাদ্রাসা শিক্ষা অধিদফতর।

মাদ্রাসাগুলোর প্রধানকে নিয়মিত এ কমিটির কাছে তথ্য পাঠাতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর