শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

জমি অধিগ্রহণের খবরে বাড়িঘর নির্মাণের হিড়িক

বরিশাল বিমানবন্দর সংলগ্ন আশপাশের তিন গ্রাম

রাহাত খান, বরিশাল

বরিশাল বিমান বন্দর এলাকায় জমি অধিগ্রহণের খবরে বেশি টাকা পাবার আশায় ঘর বাড়ি নির্মাণের হিড়িক পড়েছে আশপাশের তিন গ্রামে। বৈধতা পেতে নবনির্মিত ঘর বাড়ির হোল্ডিং নম্বর দেওয়ার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে চাপ দিচ্ছেন তারা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পর্যায়ে হোল্ডিং নম্বর না দেওয়ার নির্দেশ দেওয়ায় বিপাকে পড়েছেন নতুন নির্মিত ঘর বাড়ির মালিকরা। এই কর্মকান্ড  থেকে বিরত থাকার জন্য জেলা প্রশাসন ১৩ জুলাই একটি গণবিজ্ঞপ্তি জারি করলেও নির্দেশ মানছে না কেউ। বাংলাদেশ বিমান বাহিনীর একটি ঘাঁটি স্থাপনের জন্য বরিশাল বিমান বন্দর সংলগ্ন এলাকায় ১৫৮ একর জমি অধিগ্রহণের সিদ্ধান্তের কথা উল্লেখ করে ওই জমিতে নতুন কোনো স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়। বিমান বন্দর সংলগ্ন উত্তর রহমতপুর মৌজার ৪৮.২৪ একর, খানপুরা মৌজার ৭৯ একর এবং মানিককাঠি মৌজার ৩০.৭০ একরসহ মোট ১৫৭.৯৪ একর জমি অধিগ্রহণ করবে সরকার। সরকারের কাছ             থেকে বাড়তি টাকা পাবার আশায় দ্রুত ঘর বাড়ি নির্মাণ করার কথা জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা হোল্ডিং নম্বর দেওয়ার জন্য চাপ দিচ্ছে বলে জানিয়েছেন ৫ নম্বর রহমতপুর ইউপি চেয়ারম্যান মো. সরোয়ার মাহমুদ। নতুন ঘর বাড়ি নির্মাণের হিড়িক পড়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর