শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

৩৩ ভাগ নারী নেতৃত্ব বাতিলে আরপিও সংশোধনীর প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক দলের সর্বস্তরে ৩৩ ভাগ নারী নেতৃত্ব প্রতিষ্ঠা সংক্রান্ত বিধান সংশোধন হবে সংবিধান পরিপন্থী। এ সংশোধনী পাস হলে নারীর ক্ষমতায়ন ব্যাহত হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নারী মুক্তি সংসদ আয়োজিত নারী সমাবেশে বক্তারা এ অভিমত জানান। রাজনৈতিক দলে ৩৩ ভাগ নারী নেতৃত্ব বাতিলে নির্বাচন কমিশনের সংশোধনীর প্রতিবাদে নারী সমাজ এ প্রতিবাদ সভার আয়োজন করে।  সংগঠনের কেন্দ্রীয় নেত্রী শাহানা ফেরদৌসী লাকীর               সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক শিউলি শিকদার। সমাবেশে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য কামরুল আহসান, ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন, বাংলদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, জাতীয় কৃষক সমিতির প্রচার সম্পাদক মোস্তফা আলমগীর রতন, সংগঠনের আইন সম্পাদক অ্যাডভোকেট জোবায়দা পারভীন, কেন্দ্রীয় নেতা নুরুল নাহার লুনা, নাজমা আকতার শিরিন প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, নির্বাচন কমিশন আরপিও সংশোধন করে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর