শনিবার, ২৫ জুলাই, ২০২০ ০০:০০ টা

প্যানেলে প্রাথমিকের শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্যানেলের মাধ্যমে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দাবি জানিয়ে সাদা পতাকা প্রদর্শন ও মানববন্ধন করেছে ২০১৮ সালে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় এই কর্মসূচি পালন করে ‘২০১৪ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি।’ মানববন্ধনে প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সালেহা আক্তার বলেন, উত্তীর্ণদের প্যানেলের মাধ্যমে নিয়োগ দিয়ে বেকারত্ব দূর করা হোক। 

বেকারত্বের অভিশাপ দূর করে শান্তি প্রতিষ্ঠার দাবি জানাচ্ছি।

প্যানেল প্রত্যাশীদের দাবি, বর্তমানে শূন্যপদের সংখ্যা প্রায় ৬০ হাজার। করোনাকালে তীব্র শিক্ষক সংকট দূর করতে  যোগ্য ও বঞ্চিত প্রার্থীদের প্যানেলের মাধ্যমে শূন্যপদে নিয়োগ দিতে হবে।

প্যানেল বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির আকতারউজ্জামান, মহুয়া আক্তার, জাকির হোসেন রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর