রবিবার, ২৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

স্বেচ্ছাসেবক দলের কমিটি বাতিল দাবিতে ঝাড়ুমিছিল

নিজস্ব প্রতিবেদক

সদ্য ঘোষিত নতুন ২১ থানার আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার পদবঞ্চিত নেতা-কর্মীরা। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন তারা। পরে একই দাবিতে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্মারকলিপি  দেওয়া হয়। সম্প্রতি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ দুই দফায় ২১টি থানার আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়ে গণমাধ্যমে পাঠান। পদবঞ্চিতদের অভিযোগ, কমিটি গঠনের আগে তাদের সঙ্গে ন্যূনতম কোনো আলোচনা না করে এসব থানার কমিটি ঘোষণা দেওয়া হয়। কমিটিগুলো হলো গুলশান, উত্তরখান, উত্তরা পূর্ব, উত্তরা পশ্চিম, তুরাগ, শাহ আলী, মিরপুর, কাফরুল, শেরেবাংলানগর, তেজগাঁও শিল্পাঞ্চল, মোহাম্মদপুর, আদাবর, ক্যান্টনমেন্ট, রামপুরা, বিমানবন্দর, ভাটারা, দক্ষিণখান, দারুস সালাম, বাড্ডা, খিলক্ষেত ও হাতিরঝিল থানা শাখা। ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিলে অংশ নেন বিদায়ী কমিটির কাফরুল থানার সভাপতি গোলাম কিবরিয়া শিপু, মোহাম্মদপুর থানার মো. মান্নান হোসেন, শিল্পাঞ্চল থানার হারুনুর রশীদ, উত্তরা পূর্বের শরিফ হোসেন, মির্জা খোরশেদ, তেজগাঁওয়ের মো. জহির হাওলাদার, মিরপুরের নাসিম হাইদার সুমন, অ্যাডভোকেট আবুল হাসান রিপনসহ শতাধিক নেতা-কর্মী।

গোলাম কিবরিয়া শিপু সাংবাদিকদের বলেন, ‘আজ আমাদের কর্মসূচিতে ঢাকা মহানগরের বিভিন্ন থানার ৭০০-৮০০ নেতা-কর্মী ছিলেন। তাদের সবারই দাবি, ঘোষিত কমিটি বাতিল করতে হবে। পাশাপাশি মহানগর উত্তরের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিষ্কার করতে হবে। আমরা চাই, সংগঠন শক্তিশালী করতে। কেউ কেউ বলার চেষ্টা করছে আমরা দলের হাইকমান্ডকে চ্যালেঞ্জ করছি। কথাটা সঠিক নয়। যদি হাইকমান্ডকে ভুল বুঝিয়ে আমাদের বহিষ্কারও হতে হয়, পিছপা হব না। এর শেষ দেখব।’

এ প্রসঙ্গে উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েলের পরামর্শেই এসব কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর