রবিবার, ২৬ জুলাই, ২০২০ ০০:০০ টা

স্বাস্থ্য খাতে পরিবর্তন আনতে হবে : ওয়ার্কার্স পার্টি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক প্রস্তাবে স্বাস্থ্যমন্ত্রীর করোনা সংক্রমণ রোধে ভালো নম্বর পাওয়ার বক্তব্যকে বালখিল্যতা আখ্যা দিয়ে বলা হয়েছে, উনি সম্ভবত নিজেই নিজেকে নম্বর দিচ্ছেন। বাংলাদেশে করোনা মৃত্যুহারের সঙ্গে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মৃত্যুহারের তুলনাও কতখানি নির্বোধের আনন্দ, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মৃত্যুহার তার প্রমাণ। প্রস্তাবে স্বাস্থ্য খাতে দুর্নীতি, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতা দূর করে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘সবার জন্য স্বাস্থ্য’ এ নীতি বাস্তবায়নে অবিলম্বে স্বাস্থ্য খাতে কাঠামোগত পরিবর্তন আনার দাবি জানানো হয়। গতকাল ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত এক প্রস্তাবে এসব কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। সভায় রাজনৈতিক রিপোর্ট পেশ করেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি। রাজনৈতিক প্রস্তাবে আরও বলা হয়, করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের সামগ্রিক আচরণে জনগণ হতাশ ও ক্ষুব্ধ। তারা এ দুর্যোগ মুহূর্তে কোনোভাবেই স্বাস্থ্যব্যবস্থার ওপর আস্থা রাখতে পারছে না।

স্বাস্থ্য ব্যবস্থায় সামগ্রিক দুর্নীতি, অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতার সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদত্যাগ ইতিবাচক। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বোচ্চ কর্তৃপক্ষ যদি ওইসবের নৈতিক দায়িত্ব নিয়ে সরে যেতেন তাহলেও দেশবাসী মনে করত যে এদের সবার বোধোদয় হয়েছে। করোনা ভ্যাকসিন আবিষ্কারের ক্ষেত্রেও স্বাস্থ্য কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করে বলা হয়, চীন উদ্ভাবিত ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ে ট্রায়ালে অনুমোদন দেওয়ার ক্ষেত্রে গড়িমসি চলছে। অথচ ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরাত তাদের দেশে এ কার্যক্রম শুরু করেছে। বন্যা পরিস্থিতিতে জনজীবনে দুর্ভোগে দুঃখ প্রকাশ করে প্রস্তাবে বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে চুরি, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে দায়ী করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর