সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

চলে গেলেন মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

চলে গেলেন মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী

চলে গেলেন ফেনীর পরশুরাম উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা সমাজসেবক ও শিক্ষানুরাগী সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী। গতকাল বিকালে বনানীর নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ চৌধুরী দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাবা। প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল সন্ধ্যায় নাসিমের মোবাইলে ফোন করে দীর্ঘসময় কথা বলেন এবং মহান মুক্তিযুদ্ধে তার পিতার ভূমিকা এবং আওয়ামী লীগের রাজনীতিতে অবদানের কথা স্মৃতি চারণ করেন। এ ছাড়াও পৃথক শোক বার্তায় গভীর সমবেদনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত কর্মবীরকে হারাল। তিনি আওয়ামী লীগের নেতা-কর্মী ও মানুষের মাঝে বেঁচে থাকবেন। এ ছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোক ও সমবেদনা জানিয়েছেন। প্রবীণ এই আওয়ামী লীগ নেতাকে আজ সকাল ১০টায় ফেনীর পরশুরাম পৌরসভার গুথুমায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে গতকাল রাত বাদ এশা রাজধানীর গুলশান সোসাইটি মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নাসিমের পিতার মৃত্যুর খবর শুনেই গতকাল বনানীর বাসায় ছুটে যান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) জাফর ইমাম বীরবিক্রম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি তাজুল ইসলাম, ফেনী ২ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব সফিকুল বাহার মজুমদার টিপু, ভাইস চেয়ারম্যান আবদুল হাই, ভারতের বিলুনিয়ার বাবুল বৈদ্য, বিলুনিয়ার প্রেস ক্লাব সভাপতি বাবুল নাগ, ফেনী জেলার সাবেক কমান্ডার আবদুল মোতালেব, পরশুরাম উপজেলার সাবেক কমান্ডার হুমায়ুন শাহরিয়ার, আমরা মুক্তিযোদ্ধা সন্তানের সাইফুল বাহার মজুমদার প্রমুখ। আমাদের ফেনী প্রতিনিধি জানান, মুক্তিযোদ্ধা সমাজসেবক ও শিক্ষানুরাগী সালেহ উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুর খবর পরশুরামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সর্বশেষ খবর