সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

বগুড়ায় সেনাপ্রধানের পক্ষে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় সেনাপ্রধানের পক্ষে দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (আর্টডক)-এর অধীনস্থ প্রশিক্ষণ সেন্টার ও প্রতিষ্ঠানসমূহ গত কয়েকদিন ধরে দরিদ্র ও দুস্থ জনসাধারণের জরুরি সাহায্য হিসেবে বিভিন্ন প্রকার ত্রাণ বিতরণ করেছে। সেনাসদরের নির্দেশে ত্রাণ বিতরণের পাশাপাশি সেনাবাহিনী তত্ত্বাবধায়নে বৃদ্ধ ও সহায়সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তাও দিচ্ছে। আর্তমানবতার সেবার অংশ হিসেবে গতকাল আর্টডক-এর অধীনস্থ আর্মার্ড কোর সেন্টারে অ্যান্ড স্কুল (এসিসিঅ্যান্ডএস) কর্তৃক বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার টেকুরগাড়ী, তালপুকুর, পুকুরপাড়, ডোমনপুকুর, খোদাবন্দবালা এবং রহিমাবাদ এলাকায় প্রায় ১১০টি দুস্থ ও হতদরিদ্র পরিবারের মধ্যে সম্মানিত সেনাপ্রধানের ঈদের শুভেচ্ছা উপহার স্বরূপ শুকনো রশদ সেমাই, চিনি এবং সাবান বিতরণ হরা হয়েছে। দেশব্যাপী লকডাউন ঘোষণার পর থেকে বিভিন্ন সময়ে এসিসিঅ্যান্ডএস ৬০০টির অধিক পরিবারকে ইতিমধ্যে ত্রাণ সরবরাহ করেছে।

সর্বশেষ খবর