সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

ঈদে রাতের মধ্যেই কোরবানির বর্র্জ্য অপসারণ : মেয়র লিটন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ঈদের দিন রাতের মধ্যেই নগরীর কোরবানির সব বর্জ্য অপসারণ করা হবে। ঈদের পর দিন পরিচ্ছন্ন শহর পাবেন মহানগরবাসী। গতকাল দুপুরে নগর ভবনের সিটি হলরুমে কোরবানির পশু জবেহকরণ ও দ্রুত অপসারণ এবং করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার রোধে ওয়ার্ড সচিব ও পরিচ্ছন্ন সুপারভাইজারদের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেয়র। মেয়র আরও বলেন, গত ঈদুল আজহায় রাতের মধ্যেই কোরবানির সব বর্জ্য অপসারণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবারও রাতের মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য আবদুল মমিন, তৌহিদুল হক সুমন প্রমুখ।

সর্বশেষ খবর