সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

পাঁচ কার্যদিবসে ভার্চুয়াল কোর্টে জামিন পেলেন ৬৮২২ আসামি

নিজস্ব প্রতিবেদক

মহামারী করোনাকালে সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশের সব অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানি নিয়ে গত পাঁচ কার্যদিবসে ছয় হাজার ৮২২ জন আসামি জামিন পেয়েছেন। এ নিয়ে ৫০ কার্যদিবসে মোট ৬৭ হাজার ২২৯ জন আসামির জামিন মঞ্জুর করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাই কোর্ট বিভাগের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, গত ১১ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৫০ কার্যদিবসে সারা দেশে অধস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে মোট এক লাখ ৩৬ হাজার ৩৯৯টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৬৭ হাজার ২২৯ জন অভিযুক্ত ব্যক্তির জামিন মঞ্জুর হয়েছে। একই সময়ে ভার্চুয়াল আদালত থেকে জামিন পেয়েছে ৭৫৫ শিশু। এদের মধ্যে উন্নয়ন কেন্দ্রে থাকা ৭৪৬ শিশুকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

করোনাকালীন টানা সাধারণ ছুটির মধ্যে গত ৯ মে ভার্চুয়াল কোর্টে শুনানির জন্য অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। পর দিন ১০ মে উচ্চ আদালতের সব বিচারপতিকে নিয়ে ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা করেন প্রধান বিচারপতি। ওই দিনই নিম্ন আদালতের ভার্চুয়াল কোর্টে শুধু জামিন শুনানি করতে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরপর থেকে নিম্ন আদালতে ভার্চুয়াল কোর্টে জামিন শুনানি শুরু হয়। গত ১১ মে প্রথমবারের মতো কুমিল্লার আদালতে এক আসামির জামিন হয়। এরপর থেকে উচ্চ আদালতসহ সারা দেশে ভার্চুয়াল কোর্টে বিচার কাজ অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর