সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত রেলপথে পণ্য পরিবহনে নতুন পরিষেবা চালু

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও ভারতের মধ্যে রেলপথে পণ্য পরিবহনে নতুন পরিষেবা চালু হয়েছে। মাত্র সাড়ে তিন ঘণ্টায় কলকাতা থেকে পণ্য পৌঁছে যাবে বেনাপোল সীমান্তে। গতকাল কলকাতার মোমিনপুর থেকে রেলপথে ৫০টি পণ্যবাহী কনটেইনার বেনাপোলে সীমান্তে পৌঁছার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। এ পরিষেবা এসেছে দেশের বহুজাতিক কোম্পানি এমজিএইচ লজিস্টিকসের মাধ্যমে। নতুন এই পরিষেবা দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন উভয় দেশের আমদানি-রপ্তানিকারকেরা।  সংশ্লিষ্টরা বলছেন, এ পরিষেবা চালু হওয়ায় সড়ক পথে আর পণ্য পরিবহনের ঝুঁকি থাকবে না। দর্শনা-গেদে রেলপথে কিছু আমদানি-রপ্তানি হলেও সময় লাগত ২৩ ঘণ্টা। নতুন পথে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা থেকে চার ঘণ্টা। এতে সময় বাঁচবে। পাশাপাশি বেশি পণ্য পরিবহন সম্ভব হবে।

সর্বশেষ খবর