সোমবার, ২৭ জুলাই, ২০২০ ০০:০০ টা

মাদক ব্যবসায়ীর হামলায় যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে মাদক ব্যবসায়ীদের হামলায় বিপ্লব (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ধানমন্ডি জেনারেল এন্ড কিডনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিপ্লব পল্লবীর ১১ নম্বর সেকশনের এমসিসি বিহারী ক্যাম্পের বাসিন্দা। এ ঘটনায় হত্যা মামলার পর গতকাল ভোরে অভিযুক্ত রনিকে গ্রেফতার করে পুলিশ। নিহতের স্ত্রী ইসমত জাহান জানান, বুধবার রাত ৮ টায় পল্লবী সি ব্লকের ১১ নম্বর রোডে বাসার সামনেই বসা ছিলেন বিপ্লব। এ সময় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করে ইমতিয়াজ ও রনি। পরে বিপ্লবকে গুরুতর অবস্থায় ধানমন্ডি জেনারেল এন্ড কিডনী হাসপাতালে ভর্তি করলে তাকে আইসিইউতে রাখেন চিকিৎসকরা। সেখানেই তার মৃত্যু ঘটে। ঘটনার দিন রনি এসে আমার স্বামীকে হুমকি দিয়ে বলে সাবধানে চলার জন্য। এ কথা নিয়েই তর্ক  শুরু হয়। জানা গেছে, ইমতিয়াজ ও রনি দুজনই পল্লবীর কুখ্যাত মাদক ব্যবসায়ী।

ইন্টারনেটের ব্যবসার আড়ালে পল্লবী জুড়েই তাদের মাদকের স্পট রয়েছে। একাধিকবার আইন শৃঙ্খলা বাহিনী তাদের বাসায় অভিযান চালিয়ে মাদক জব্দ করেছে। ইমতিয়াজের বড় ভাই মিস্টারও মাদক ব্যবসায়ী। বিপ্লব হত্যার ঘটনায় পল্লবী থানায় দুজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন নিহতের স্ত্রী ইসমত জাহান। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আরেকজনকে গ্রেফতারে অভিযান চলছে।

 

সর্বশেষ খবর