মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা
সিলেট

ঢাকায় ইমিগ্রেশনের সিদ্ধান্তে প্রবাসীদের ক্ষোভ

শাহ্ দিদার আলম নবেল, সিলেট

করোনার কারণে বাতিল করা হয়েছে লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট। লন্ডনফেরত সিলেটীদের এখন ঢাকা হয়ে আসতে হচ্ছে সিলেটে। এতে কিছুটা হলেও বেড়েছে বিড়ম্বনা। কিন্তু এরই মধ্যে ঘোষণা এসেছে এখন থেকে লন্ডন থেকে সিলেট আসা যাত্রীদের ইমিগ্রেশন হবে ঢাকায়। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে আনলোড করা হবে লাগেজ। পরে অভ্যন্তরীণ ফ্লাইটে লাগেজ নিয়ে আসতে হবে। এই সিদ্ধান্তের পর লন্ডন প্রবাসীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিমানের এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছেন তারা। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ বলছে, সিলেটে বিদেশফেরত যাত্রীদের জন্য সরকারি আইসোলেশন সেন্টার না থাকায় ঢাকায় ইমিগ্রেশনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতির আগে লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইট এসে নামত সিলেটে। সিলেটের যাত্রীদের নামিয়ে দিয়ে বাকি যাত্রীদের নিয়ে ফ্লাইট যেত ঢাকায়। কিন্তু করোনা সংকটে গত প্রায় তিন মাস বন্ধ থাকার পর পুনরায় ফ্লাইট চালু হলে বাতিল হয়ে যায় লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন ঘোষণা অনুযায়ী এখন থেকে লন্ডন থেকে আসা যাত্রীদের ইমিগ্রেশন হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখান থেকেই সংগ্রহ করতে হবে লাগেজ। এরপর ডমেস্টিক ফ্লাইটে চড়ে লাগেজ নিয়ে আসতে হবে সিলেটে।

লন্ডন থেকে আসা কোনো যাত্রীর মধ্যে করোনাভাইরাসের উপসর্গ পাওয়া গেলে তাকে শাহজালাল বিমানবন্দর থেকেই পাঠানো হবে আইসোলেশনে। সিলেটে বিদেশফেরতদের জন্য সরকারি আইসোলেশনের ব্যবস্থা না থাকায় ঢাকায় ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর