মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনায় সাবেক উপদেষ্টা এ কে এম আমানুল ইসলাম চৌধুরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

করোনায় সাবেক উপদেষ্টা এ কে এম আমানুল ইসলাম চৌধুরীর মৃত্যু

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ কে এম আমানুল ইসলাম চৌধুরী (৮৩) করোনায় আক্রান্ত হয়ে গতকাল রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাদ আসর উত্তরা ৪নং সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের যোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশবরেণ্য শিক্ষাবিদ-বুদ্ধিজীবী ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর অনুজ প্রকৌশলী আমানুল ইসলাম চৌধুরী ১৯৫২ সালে আহসান উল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তড়িৎ প্রকৌশল বিভাগে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে রাষ্ট্রীয় পুরস্কার লাভ করেন।

তৎকালীন সিভিল সার্ভিস কমিশনে প্রকৌশলী বিভাগে পরীক্ষা দিয়ে পুরো পাকিস্তানে প্রথম হন তিনি।

কর্মজীবনে তিনি বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক, পোর্টট্রাস্ট ও ডেসার চেয়ারম্যান ছিলেন। অতিরিক্ত সচিব পদমর্যাদায় তিনি অবসর নেন। তিনি ১৯৩৪ সালে বর্তমান মুন্সীগঞ্জের শ্রীনগরের বাড়ৈখালি গ্রামে জন্মগ্রহণ করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর