মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা

বন্যাকবলিত মানুষের পাশে এমপি পীর মিসবাহ

সুনামগঞ্জ প্রতিনিধি

বন্যাকবলিত মানুষের পাশে এমপি পীর মিসবাহ

একদিকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব, অন্যদিকে হাওর বন্যার কবলে। এ দুর্যোগে দুর্গত মানুষের পাশে রয়েছেন সুনামগঞ্জ সদর আসনের এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। জাতীয় সংসদে বিরোধী দলের হুইপের দায়িত্বে থাকা এই এমপি দুর্যোগকালে ব্যক্তিগত সহযোগিতার হাত বাড়িয়ে প্রথমেই মানুষকে করোনাকালে দিয়েছেন খাদ্য সাহায্য। জানা যায়, ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ার পর থেকে ক্রমেই বাড়তে থাকে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা। সম্পূর্ণ নতুন এক মহামারীর ভয়ে মানুষ যখন আতঙ্কিত তখনই এ রোগের বিস্তার প্রতিরোধে এগিয়ে আসেন সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। স্বাস্থ্য বিভাগের সঙ্গে দফায় দফায় বৈঠক করে রোগ প্রতিরোধে করণীয় নির্ধারণ করেন। জেলা সদর হাসপাতালের পুরনো ভবনকে রূপান্তরিত করা হয় কভিড-১৯ আক্রান্ত রোগীদের আইসোলেশন ইউনিটে। এদিকে, অতিবৃষ্টি আর উজানের ঢলে পরপর তিন দফা বন্যার কবলে পড়ে সুনামগঞ্জ জেলা। জেলাজুড়ে লাখো মানুষ পানিবন্দী হয়ে পড়ে। করোনা দুর্যোগকালে এমন প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায়ও সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান পীর মিসবাহ। দুর্গত মানুষকে খাদ্য সহায়তা, নগদ অর্থ সহায়তা, বাড়িঘর মেরামতের জন্য ঢেউটিন বিতরণ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করেন তিনি। ঈদুল আজহার আগে ঐচ্ছিক তহবিল থেকে গরিবদের ৫ লাখ টাকা বিতরণ করেন। মহামারী চলা অবস্থায় প্রাকৃতিক এ দুর্যোগের সময় নির্বাচনী এলাকায় সশরীরে থেকে দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে শক্তি আর সাহস জোগান এই জনপ্রতিনিধি। এমপি পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, করোনা মহামারী এবং এক মাসের মধ্যে তিনবারের বন্যায় কষ্টে আছেন সুনামগঞ্জের মানুষ। করোনার শুরু থেকে বন্যার সময় মানুষের পাশেই আছি। সামর্থ্যরে সর্বোচ্চ দিয়ে মানুষের জন্য কাজ করছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর