মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০ ০০:০০ টা
ইসির প্রজ্ঞাপন জারি

সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন ডিসেম্বরের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

করোনা মহামারীর কারণে সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হচ্ছে না। এক্ষেত্রে পরবর্তী নব্বই দিন অর্থাৎ ৯ ডিসেম্বরের মধ্যে এ আসনের ভোট করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এই আসনের সংসদ সদস্য ছিলেন। গত ১৩ জুন তিনি মৃত্যুবরণ করেন।

ফলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী নব্বই দিনের মধ্যে ওই আসনের ভোটগ্রহণ করার বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে ভোটগ্রহণ করার কথা। কিন্তু করোনার কারণে তা হচ্ছে না। এক্ষেত্রে দৈব-দুর্বিপাকজনিত কারণে প্রধান নির্বাচন কমিশনারের হাতে সংরক্ষিত পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করবে সংস্থাটি। গতকাল ২৭ জুলাই সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচন নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। প্রজ্ঞাপনে বলা হয়েছে- জাতীয় সংসদ সচিবালয় হতে গত ১৬ জুন জারিকৃত ও ১৭ জুন প্রকাশিত বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক ১৩ জুন আসনটি শূন্য হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ ১২৩-এর দফা (৪) অনুযায়ী উক্ত শূন্য পদ পূরণ করার জন্য ১০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে। তবে সংবিধানের অনুচ্ছেদ ১২৩-এর দফা (৪)-এর শর্তানুসারে প্রধান নির্বাচন কমিশনারের মতে দেশে করোনাভাইরাস সংক্রমণজনিত দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদ, অর্থাৎ সংসদীয় আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উল্লিখিত শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এ অবস্থায়, সিরাজগঞ্জ-১ শূন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে অনুষ্ঠান সম্ভব না হওয়ায় পরবর্তী নব্বই দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। নির্বাচনের সময়সূচি পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। এক্ষেত্রে ১০ সেপ্টেম্ব থেকে পরবর্তী নব্বই দিন যোগ করলে সময়সীমা দাঁড়ায় ৯ ডিসেম্বর।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর