বুধবার, ২৯ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনায়ও ঈর্ষণীয় রেমিট্যান্স সাফল্য

অর্থবছরের প্রথম ২৭ দিনে এসেছে ২.২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক

করোনায়ও ঈর্ষণীয় রেমিট্যান্স সাফল্য

চলমান করোনাভাইরাস মহামারী সংকটের মধ্যেও প্রবাসী আয়ে উচ্চ প্রবৃদ্ধি বজায় রয়েছে। প্রবাসীরা দেশে থাকা স্বজনদের জন্য রেমিট্যান্স পাঠাচ্ছেন। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের ২৭ দিনে ২.২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন তারা। যা পুরো জুন মাসের চেয়ে বেশি। বাংলাদেশের ইতিহাসে এক মাসে এর আগে কখনো এত পরিমাণ রেমিট্যান্স আসেনি। গত জুন মাসের পুরো সময়ে রেমিট্যান্স এসেছিল ১.৮৩৩ বিলিয়ন মার্কিন ডলার। এটি গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ৩৯ শতাংশ এবং মে মাসের চেয়ে প্রায় ২২ শতাংশ বেশি ছিল। এখন সেই রেকর্ডও ভাঙল চলতি মাসের মাত্র ২৭ দিনেই।

প্রবাসী আয়ের এ ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকার জন্য সরকারের সময়োপযোগী ২ শতাংশ নগদ প্রণোদনাসহ বিভিন্ন পদক্ষেপের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭.১০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে ২৭ জুলাই পর্যন্ত। বাংলাদেশের ইতিহাসে যা এযাবৎকালের মধ্যে সর্বোচ্চ। গত ৩০ জুন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬.০১৬ বিলিয়ন মার্কিন ডলার। তখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সেটাই ছিল সর্বোচ্চ। মাত্র এক মাসের ব্যবধানে তা পেঁৗঁছেছে ৩৭.১০ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ডে। ২০১৯ সালের ৩০ জুন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩২.৭১৬ বিলিয়ন মার্কিন ডলার।

সর্বশেষ খবর