বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

করোনায় আক্রান্ত পৌরসভার ২৭ মেয়র, ৪৭ কাউন্সিলর

মৃত্যু ৩ কাউন্সিলর ও ৩ কর্মচারীর

নিজস্ব প্রতিবেদক

করোনা প্রতিরোধে নানাবিধ কার্যক্রম সচল রাখতে এ পর্যন্ত দেশের পৌরসভাগুলোর ২৭ জন মেয়র, ৪৭ জন কাউন্সিলর ও ১৪৫ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন কাউন্সিলর ও ৩ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। আবার পৌরসভাগুলোতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের করোনায় আক্রান্ত হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাদের বেতন-ভাতার সংকট। নিয়মিত বেতন-ভাতা না পেয়ে পৌরসভায় কর্মরত প্রায় ৩৫ হাজার কর্মকর্তা-কর্মচারী এবারও ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন। গতকাল বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন-পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার সংকট সমাধানে স্থানীয় সরকার বিভাগ কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে। এ অবস্থায় ৩২৮টি পৌরসভার নাগরিক সেবার মান সচল রাখার স্বার্থে ও পৌরসভার বেতন-ভাতার সংকটের স্থায়ী সমাধানে সংস্থাটির নেতারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।

 দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত পৌরসভার প্রকৌশলী, পৌর সচিব, হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা, নকশাকার, হিসাবরক্ষক, প্রধান সহকারী, কর নির্ধারক, কর আদায়কারী, লাইসেন্স পরিদর্শক, স্যানিটারি ইন্সপেক্টর, বাজার পরিদর্শকসহ অন্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ জন মেয়র, ২২ জন কাউন্সিলর ও ৬৮ কর্মকর্তা-কর্মচারী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর