বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

শেখ হাসিনার সব উন্নয়ন পরিবেশবান্ধব : জ্যাকব

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

শেখ হাসিনার সব উন্নয়ন পরিবেশবান্ধব : জ্যাকব

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব উন্নয়ন পরিবেশবান্ধব। বৈশ্বিক গ্রিন হাউস গ্যাস ইফেক্টের কারণে জলবায়ুর পরিবর্তন ঘটছে। এ পরিস্থিতিতে টেকসই উন্নয়নের মাধ্যমে পরিবেশবান্ধব অর্থনীতি গড়তে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে দূষণমুক্ত, পরিবেশবান্ধব ও টেকসই সবুজ অর্থনীতির বিকল্প নেই। ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে গতকাল মুজিববর্ষে বৃক্ষরোপণ ও বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবাইকে গাছ লাগাতে হবে। পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই উন্নয়নে সরকার সব উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করছে।

এ সময় উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক মো. জামাল উদ্দিন মহাজন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, প্রেস ক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন উপস্থিত ছিলেন। পরে তিনি উপজেলার ২১টি ইউনিয়নে ২০০ গ্রাম পুলিশ ও দফাদারের মাঝে বাইসাইকেল বিতরণ করেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর