বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা

বিশ্বে অপরাধবিজ্ঞানে দ্বিতীয় সেরা লেখক বাংলাদেশি রাজুব

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

সারা বিশ্বের অপরাধবিজ্ঞান বিষয়ের সেরা ১২টি পুস্তকের তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বুক অথরিটি নামের একটি প্রতিষ্ঠান। তালিকায় প্রথম স্থানে রয়েছে পামেলা জে সরম ও স্টিফেন জি তিব্বতের লেখা ‘ইন্ট্রোডাকশন টু ক্রিমিনোলজি-হোয়াইট ডু দ্য ডু ইট’ এবং এটির পয়েন্ট ৪.৬৪। তালিকায় ৪.৫৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় বইটি হচ্ছে ‘লিডিং থিউরিজ অব ডেলিনকুয়েন্ট বিহেভিয়ার অ্যান্ড ক্রিমিনোলজি’। এটি লিখেছেন বাংলাদেশি আমেরিকান লেখক রাজুব ভৌমিক। যে বইগুলো সাধারণত ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ, ওয়ারেন বাফেট থেকে শুরু করে বিশ্বের খ্যাতনামা ব্যক্তিদের কাছ থেকে সুপারিশপ্রাপ্ত হয় সেগুলোকেই গুণগতমানের ভিত্তিতে তালিকা প্রকাশ করা হয় বলে ওয়েবসাইটির সূত্রে জানা গেছে।এদিকে অপরাধ বিশেষজ্ঞ হিসেবে নিউইয়র্কের একটি কলেজে অধ্যাপনারত রাজুব ভৌমিক প্রথম স্থান না পেলেও তার কোনো আফসোস নেই বলে জানান। তিনি বলেন, ‘এই স্বীকৃতি সত্যিই সম্মানের এবং এই অর্জন বাংলাদেশের সবার। বহুজাতিক এ সমাজে পিছিয়ে থাকা একটি অঞ্চলের লেখকের গবেষণাধর্মী গ্রন্থকে এতটা গুরুত্ব দেওয়ায় আমি সংশ্লিষ্টদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। এর ফলে লেখালেখির প্রতি আরও বেশি উৎসাহিতবোধ করছি।’

উল্লেখ্য, কবি-লেখক ড. রাজুব ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলায়। ছয় বছর ধরে তিনি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের জন জে কলেজে অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে অধ্যাপনা করছেন। তিনি হসটস কলেজেও মনস্তাত্ত্বিক বিভাগে অধ্যাপনা করছেন। আট বছর ধরে পেশায় একজন পুলিশ অফিসার হিসেবে নিউইর্য়ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে ‘কাউন্টার টেররিজম ইউনিট’-এ কর্মরত। কবি ড. রাজুব ভৌমিক আয়না সংগীত ও আয়না সনেটের জনক। আয়না সনেট সৃষ্টির মাধ্যমে তিনি সারা বিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ২৫টিরও বেশি। তার প্রকাশিত তিনটি গ্রন্থ সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর