বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা
২৩৩৪ কোটি টাকার প্রকল্প অনুমোদন

পয়োনিষ্কাশনে স্বস্তি ফিরছে খুলনায়

সামছুজ্জামান শাহীন, খুলনা

দেশে প্রথমবারের মতো আধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা চালু হচ্ছে খুলনায়। পাইপলাইনের মাধ্যমে বাড়ি থেকে মানববর্জ্য ও গৃহস্থালি বর্জ্য পানি সংগ্রহ করা হবে। ট্রিটমেন্ট প্লান্টে তা’ পরিশোধনের পর বর্জ্য পানি যাবে নদীতে আর সলিড বর্জ্য ব্যবহার হবে নিচু জমি ভরাট ও সার তৈরির কাজে। এতে ভবিষ্যতে বাড়িতে মানববর্জ্য ব্যবস্থাপনায় আলাদা সেফটিক ট্যাংক নির্মাণের প্রয়োজন হবে না। প্রায় দুই হাজার ৩৩৪ কোটি টাকা ব্যয়ে মেগা প্রকল্পটি বাস্তবায়ন করবে খুলনা ওয়াসা। ২৮ জুলাই একনেকে প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়। নাগরিক নেতারা বলছেন, এ প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা হবে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত আধুনিক শহর। জানা যায়, খুলনা মহানগরীতে সুষ্ঠু পয়োনিষ্কাশন ব্যবস্থা না থাকায় অধিকাংশ মানববর্জ্য ও গৃহস্থালি বর্জ্য পানি উন্মুক্ত ড্রেন বা নদী-নালায় ফেলা হচ্ছে। এতে জনস্বাস্থ্যে হুমকি ও পরিবেশ দূষণ হয়। এ অবস্থায় পাইপলাইনের মাধ্যমে মানববর্জ্য সংগ্রহ ও পরিশোধনের প্রকল্প গ্রহণ করা হয়েছে। খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ জানান, প্রকল্পের আওতায় মহানগরীতে ২৫০ কিলোমিটার পাইপলাইন ও আটটি পাম্প স্টেশন নির্মাণ করা হবে। এ ছাড়া দুটি ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য নগরীর লবণচরা মাথাভাঙ্গায় ১২ একর জমি ও ঠিকরাবন্দ এলাকায় ২২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। মাটির ৩ মিটার গভীরতায় থাকবে স্যুয়ারেজ লাইন। এরই মধ্যে স্যুয়ারেজ লাইন, ট্রিটমেন্ট প্লান্ট ও পাম্প স্টেশন নির্মাণের দরপত্র প্রক্রিয়া শুরু হয়েছে।

মাঠপর্যায়ে প্রকল্পের কাজ শুরু হবে ২০২১ সালের মার্চে। নাগরিক নেতারা বলছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে খুলনা নগরীতে স্যুয়ারেজ নেটওয়ার্কের মাধ্যমে পরিবেশ সম্মতভাবে পয়োনিষ্কাশন নিশ্চিত করা যাবে। পাশাপাশি পয়োনিষ্কাশন ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সক্ষমতাও বাড়বে। তবে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির মহাসচিব শেখ আশরাফ-উজ্জামান বলেন, আধুনিক বিশ্বে এ ধরনের পয়োনিষ্কাশন ব্যবস্থা থাকলেও পুরাতন ঘিঞ্জি শহর খুলনায় তা বাস্তবায়ন চ্যালেঞ্জিং হবে। এখানে ছোট সড়ক গলিপথে অসংখ্য বাড়ি রয়েছে। সেখানে স্যুয়ারেজ লাইন দেওয়া জটিল হবে। তবে সার্বিক সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে সুফল পাবে নগরবাসী।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর