বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০ ০০:০০ টা
রাজশাহীতে ঈদের নামাজ

মসজিদে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আগামী ১ আগস্ট উদযাপন হতে যাচ্ছে ঈদুল আজহা। এবার করোনা পরিস্থিতিতে   ঈদ উদযাপন হবে। তাই রাজশাহীবাসীর প্রতি ঈদ উদযাপন করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদে সিসিটিভি ক্যামেরা লাগানোসহ বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবদুল জলিল। পরে এক তথ্য বিবরণীতে এসব সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানানো হয়। এতে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে এবারও ঈদগাহ বা খোলা ময়দানের পরিবর্তে মসজিদেই ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। প্রয়োজনে মসজিদে একাধিকবার জামাত হবে। সব জামাতের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হয়।

 সব মসজিদে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে হবে। নির্দেশনায় আরও বলা হয়, কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ ও বর্জ্য দ্রুত অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে ও নির্ধারিত জায়গায় কোরবানির পশু জবাই করতে হবে। ঈদের আগে আর কোথাও পশুর হাট বসানো যাবে না। জাল টাকা, অজ্ঞানপার্টি ও মলম পার্টির খপ্পর থেকে সাবধান থাকতে হবে। ঈদের আনন্দ প্রকাশ করতে কোনোভাবেই উচ্চস্বরে গান বাজানো ও দ্রুতগতিতে যানবাহন চালানো যাবে না। এ ছাড়া যে কোনো ধরনের গুজব থেকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্যও জেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর